জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ায় নিয়োগ বাণিজ্য করবার জন্য রাতারাতি মাদ্রাসা প্রতিষ্ঠার অপচেষ্টার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গ্রামবাসী। শনিবার সকাল ১০টায় মল্লিকপুর ইউনিয়নের সোনাদহ গ্রামে এ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোনাদহ গ্রামের বাসিন্দা শ,ই, আহম্মেদ রেজা তারা, খান আব্দুল হান্নান, আল মামুন হাসান সহ গ্রামবাসীরা জানান, ১৯৮০ সালে সোনাদহ-পাচুড়িয়া গ্রামের লোকজন গ্রামের মাঝে সোনাদহ-পাচুড়িয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।১৯৮২ সালে ওই মাদ্রাসা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ওই সময় ওই নামে মাদ্রাসা বোর্ডের তালিকা ভুক্ত হয়ে ছিলো। পরবর্তীতে ১৯৯১ সালে গ্রামবাসিরা সম্মিলিতভাবে সেই একই স্থানে সোনাদহ-পাচুড়িয়া বারিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। যেটা এখনো সুনামের সাথে চলছে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে এবতেদায়ী মাদ্রাসা কে সরকারি করার ঘোষণা দিলে একটি চক্র নিয়োগ বাণিজ্য করবার জন্য রাতারাতি সোনাদহ গ্রামের ফারুক শরীফের বাড়ির পাশে বাগানের মধ্যে ১৯৮২সালে বিলুপ্ত হওয়া সেই সোনাদহ-পাচুড়িয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই মাদ্রাসা থেকে ৬৫ নং সোনাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব মাত্র দেড়শো গজ। আর ১৯৯১ সালে গ্রামবাসিরা সম্মিলিতভাবে যে সোনাদহ-পাচুড়িয়া বারিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন তার দূরত্ব দুশো গজ।
গ্রামবাসীরা অভিযোগ করেন, শিক্ষার্থী সংকটে এমনিতেই আগের দুটি প্রতিষ্ঠান চলতে হিমসিম খাচ্ছে। তারপরে আবার রাতারাতি নতুন মাদ্রাসা করবার চেষ্টা করা মানে আগের দুটি প্রতিষ্ঠানের ক্ষতি করা। নিয়োগ বানিজ্য করতে একটি মহল নতুন মাদ্রাসা করতে চাচ্ছে। আমরা গ্রামবাসীরা এটি প্রতিহত করবো।