জেলা প্রতিনিধি ( নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা উত্তরপাড়া গ্রামের মোঃ মিরাজ শেখের পুকুরে বিষ প্রয়োগ করে ১লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ইতনা উত্তরপাড়া গ্রামের মোঃ মিরাজ শেখের পুকুরে রুই,কাতল,জাপানী পুটিসহ বিভিন্ন প্রকারের দেশী মাছ ছিল। গতকাল সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে একই গ্রামের মান্নু সরদারের ছেলে প্রাণ সরদারের নেতৃত্বে ৪/৫জন মিলে মিরাজ শেখের পুকুরে বিষ দেয়। সকালে মিরাজ দেখতে পান পুকুরে দেওয়া রুই,কাতল,জাপানীপুটিসহ বিভিন্ন প্রকারের মাছ মরে ভেসে উঠেছে। যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। অভিযুক্ত প্রাণ সরদারের সাথে মোবাইলে যোগাযোগ করলে সে ফোন রিসিভ করে নেই ।
এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দীন বলেন,অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।