লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ঘের মালিকের দাবী ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতের কোনে এক সময় উপজেলার মঙ্গলহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, আমার বাড়ির পাশে একটি মাছের ঘের রয়েছে। এ ঘেরে আমি ছোট চারা মাছের ব্যবসা করে আসছি। গত রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। পরের দিন সোমবার (১৭ ফেব্রুয়ারী) ভোরে মাছের ঘেরে গিয়ে দেখি ঘেরের সব চারা মাছ মরে ভেঁসে উঠেছে। কে বা কাহারা এই ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি করছি। মোঃ মিজানুর নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক।
এবিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমান লোহাগড়া থানায় একটি অভিযোগ করেছেন এবং তদন্ত পূর্বক দোষীদের খুজে বের করে শাস্তির দাবী করেন।