জেলা প্রতিনিধি : নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির অংগ সংগঠন শ্রমিক দলের আহবায়কসহ দু’ই নেতাকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। তাদেরকে নাশকতার মামলায় আটক দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (৩০ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার নলদী এলাকা থেকে মো: সাইদুজ্জামান আমল ( ৪৬) ও লোহাগড়া পৌর শহরের কচুয়াবাড়ীয়া থেকে মো : ইব্রাহিম শেখকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ সাইদুজ্জামান আমল উপজেলার নলদী এলাকার মৃত সামসু মোল্লার ছেলে। তিনি নড়াইল জেলা শ্রমিক দলের আহবায়ক এবং মোঃ ইব্রাহিম শেখ লোহাগড়া পৌর শহরের কচুয়াবাড়ী এলাকার হান্নান শেখের ছেলে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত দুজন নেতাকে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।