ঢাকাMonday , 14 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বিএনপির নেতারা প্যাডে প্রত্যায়ন দিয়ে আওয়ামী লীগের জামিনের তদবীরে মরিয়া।

দেশ চ্যানেল
July 14, 2025 6:28 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা দলীয় প্যাডে প্রত্যায়ন দিয়ে আওয়ামী লীগের নেতাদের জামিনের জন্য মরিয়া হয়ে উঠেছে।

গত ১৩ জুলাই রবিবার নড়াইল জেলা জর্জ কোটে গেলে এসকল চিত্র সাংবাদিকদের ক্যামেরায় ফুটে উঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নড়াইলে আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা রজু হলে আসামিরা পলাতক থেকে মহামান্য হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নেন।জামিনের তারিখ শেষ হলে নড়াইল জর্জ আদালতে হাজিরা দিতে গেলে তখন সাংবাদিকদের ক্যামেরায় বিএনপির দেওয়া প্রত্যায়ন পত্র ধরা পড়ে ।

সুত্রে জানাগেছে লোহাগড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মোঃ আনিছুর রহমানকে প্রত্যায়ন পত্র প্রদান করেন লোহাগড়া উপজেলা কৃষক দলের আহব্বায়ক (স্থগিত)মুন্সি খায়রুজ্জামান আলম,সাবেক কাউন্সিলর বিশ্বনাথ দাশ ভুন্ডুলকে বিএনপির প্যাডে প্রত্যায়ন প্রদান করেছেন লোহাগড়া পৌর বিএনপির প্রভাবশালী নেতা,যা ধরাছোয়ার বাইরে। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদকে বিএনপির প্যাডে প্রত্যায়ন দিয়েছেন লোহাগড়া উপজেলা বিএনপির সহ সাধারন সম্পাদক বিশ্বাস মঞ্জুরুল হক রন্জু।

বিএনপির একটি মহল বলছে টাকার বিনিময়ে এসকল প্রত্যায়ন পত্র দেওয়া হয়েছে বলে আমাদের ধারনা। তবে তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে। আমরা এর তদন্ত সাপেক্ষে বিচারের দাবী করছি। এনিয়ে স্থানীয় বিএনপির মধ্যে তোরপাড় সৃষ্টি হয়েছে।

এবিষয়ে সনদ প্রদানকারীরা তাদের নামে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।

লোহাগড়া উপজেলার বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজি সুলতানুজ্জামান সেলিমের সাথে কথা হলে তারা বলেন তাদেরকে কারন দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। সত্যতা পেলে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম সাথে কথা হলে তিনি বলেন এমন কোন ঘটনা ঘটলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST