জেলা প্রতিনিধি নড়াইল
নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে নড়াইলের লোহাগড়ায় পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। জানা যায়, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ-সংগঠনের আয়োজনে সোমবার সকালে সিএন্ডবি চৌরাস্তা এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টি লক্ষীপাশা চৌরাস্তা প্রদক্ষিণ শেষে আর,এল পাশা,সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় অন্যানের মধ্যে অংশ নেন নড়াইল জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম বাবু, মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপি সভাপতি মোঃ মিলু শরীফ, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু সহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে,পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে লোহাগড়া,শহরে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করেছে উপজেলা শ্রমিক দল। জানা যায়, লেহাগড়া উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ আকতার হোসেন ও সদস্য সচিব ডাক্তার মোঃ শহীদের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টি লক্ষীপাশা নিউ মার্কেট থেকে শুরু করে সিএন্ডবি চৌরাস্তা প্রদক্ষিণ করে আর,এল পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মোল্যা, লোগাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম। অপরদিকে লোহাগড়া উপজেলা প্রশাসন ও লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে।কর্মসূচির মধ্য ছিলো আনন্দ শোভাযাত্রা,পান্থাভোজন, ক্রীড়াপ্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।