মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওমর একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ প্রেসক্লাব নগরকান্দা শাখার সকল সাংবাদিকবৃন্দ।
সকাল সাড়ে আটটায় নগরকান্দা উপজেলা চত্বর শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আবুল খায়ের,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান মিন্টু,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবিদ হোসেন,দপ্তর সম্পাদক লিটন খান,প্রচার সম্পাদক মোঃ শাহজালাল,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রসেনজিৎ সিবু,কার্যকরী সদস্য মোহাম্মদ মারুফ খান রনি,সদস্য মোঃ আনোয়ার হোসেন,
সদস্য নজরুল শেখ,সদস্য সাহিদ প্রমুখ। এছাড়া নগরকান্দা উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ,উপজেলা বিএনপি,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।