বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষপুত্র শেখ সালাউদ্দিন জুয়েল যিনি খুলনা- ২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নৌকার প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো ভোটযুদ্ধে লড়াই করতে মাঠে নেমেছেন এক্ষেত্রে তার বিরুদ্ধে শক্ত অবস্থানে জোরালো কোন প্রার্থী না থাকায় ফুরফুরে আমেজে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোটারদের উপস্থিতিতে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে খুলনা নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে এ ধরনের ইঙ্গিত দিয়েছে।
তবে পার্শ্ববর্তী খুলনা- ৪ আসনের সবকয়টি ভোট কেন্দ্র অতীব ঝুঁকিপূর্ণ বলে জোরালো অভিযোগ করেছেন সেখানকার স্বতন্ত্র প্রার্থী এস এম মোস্তফা রশিদী দারা যার নির্বাচনী প্রতীক কেটলি।
তিনি আওয়ামী লীগ এর নৌকা প্রতিকের প্রার্থী বিশিষ্ট শিল্পপতি সালাম মুর্শেদির নির্বাচন বিরোধী আচরণ বিধি লন্ঘনের যত সব অভিযোগ তুলে ধরে বলেন একাত্তরের পর থেকে স্বাধীনতা স্বপক্ষের দল আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে চিহ্নিত। আর এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আমারই জেষ্ঠ ভ্রাতা খুলনা আওয়ামী লীগের এক সময় কার দাপুটেবঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের লড়াকুসৈনিক এবং জাতীয় সংসদের সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা দীর্ঘদিন এই খুলনা- ৪ আসনের জন মানুষের প্রিয় নেতা হিসেবে পরিচিত ছিল এবং তাদের মধ্যমণি হিসেবে তাদের সেবা করে গেছেন তারি ধারাবাহিকতায় আমি আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলে দলের ঊর্ধ্বতন দায়িত্বপ্রাপ্ত নেতারা আমাকে মনোনীত না করার কারণে আমি পুনরায় এই এলাকারই জনমানুষের ভালোবাসার ইঙ্গিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেটলি প্রতীক নিয়ে নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করলে এখানকার শাসকদলীয় প্রার্থী তার একাধিক জনবল গুন্ডাবাহিনী কর্তৃক ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন ও সংখ্যালঘুদের মাঝে হুমকি ধামকি দেখানোর অভিযোগের সত্যতা মিলেছে। পাশাপাশি এখানকার ১৩৩ টি ভোট কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ বলে আমি মনে করি। তাছাড়া তিনি আরো বলেন আমার কর্মী সমর্থকদের হুমকি ও আচারনবিধি লঙ্ঘন করে চলছেন তারা।
তাদের আচরণ অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার পথকে অনিশ্চিত করে তুলছে।
তিনি আরো বলেন সালাম মুর্শেদির লোকজন আমার কর্মী সমর্থক সাধারণ মানুষদের প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রভাবিত করে প্রভাব অবলম্বন করতে এক প্রকার উদ্যোগ গ্রহণ করছে।
দিন দিন খুলনা-৪ আসনে নির্বাচনী পরিবেশ নির্বাচনের অনুপযুক্ত হয়ে উঠেছে। এক্ষেত্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারি কর্তাদের অবিলম্বে বাইরে বদলি করার আহ্বান জানাচ্ছি।
তিনি আরো অভিযোগ করেন ষড়যন্ত্রকারীরা জোরপূর্বক কেটলি মার্কার জয় কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। নির্বাচনে আব্দুস সালাম মুর্শেদী পরাজয় নিশ্চিত জেনে তিনি ও তার সমার্থকরা বিরূপ আচরণ করছেন। ভোটারদেরকে তারা বলছে ভোট যেখানে দাও ঘোষণা আব্দুস সালাম মোরশেদের হবে ভোট গণনা হবে উপজেলা কর্মকর্তার কার্যালয়ে। এসব কথা বলে ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে। এছাড়া তার সঙ্গে কিছু চেয়ারম্যান ও মেম্বাররা বিভিন্ন নিরীহ ভাতাভোগীদের তাদের কথা মতো ভোট না দিলে সকল ভাতা বন্ধ করে দেবেন বলে অপপ্রচার চালাচ্ছে এবং স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে ভোট কেনার চেষ্টা চলছে এ বিষয়ে নির্বাচন কমিশন কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এস এম মোস্তফা রশিদী দারা।
দাঁড়া বলেন আমার সাধারণ মানুষদের কান্না এরকম সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হচ্ছে হুমকি প্রদান করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রতিও।
অতএব গণতান্ত্রিক দেশে গণতন্ত্রর মতে সুষ্ঠুশান্তি অবাধ গ্রহনযোগ্য নিরপেক্ষ আনুষ্ঠানিকতার সাথে ভোটগ্রহণ করতে হলে জেলা রিটার্নিং কর্মকর্তাকে এই আসনে নিরপেক্ষভাবে সজাগ দৃষ্টি রাখার কোনো বিকল্প কোন পথ নাই।