ইব্রাহিম খলিল শার্শা প্রতিনিধি
আজ ২৩নভেম্বর ২০২৪ সোমবার বেলা ১২টায়, যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করেন অত্র ইউনিয়নের সাধারণ মানুষ। তারা দাবি করছে, বিগত সৈরাশাসনে, আওয়ামীলিগের সুবিধাবাদিরা ১হাজারের বেশি স্মার্ট টিসিবির কার্ড দখল করে রেখেছিল,আমরা চাই সব কার্ড দখল মুক্ত করে , প্রকৃত অর্থে যারা প্রাপ্য তাদের মাঝে নিরপেক্ষ ভাবে পুনঃ বন্টন করার জোর দাবী জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন জনাব মাওলানা শেহের শাহ (সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী, উলাশী ইউনিয়ন) জনাব রুহুল আমিন (সেক্রেটারি, উলাশী ইউনিয়ন বিএনপি) জানাব আদম আলী(সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যশোর জেলা পশ্চিম) জনাব ইব্রাহিম খলিল (সহসম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শার্শা উপজেলা)জনাব আলী কদর মেম্বর(সাংগঠনিক সম্পাদক উলাশী ইউনিয়ন বিএনপি) ওয়ালিদ হাসান,(সভাপতি, যুব সংগঠন, উলাশী ইউনিয়ন) সহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন আমরা বিগত সৈরশাসকের রোশানলে পরে সরকারি ভাবে সব কিছু থেকে বঞ্চিত ছিলাম, তার প্রমাণ ১৭৭৭টি কার্ডের মধ্যে তাদের দখলে ছিল ১হাজারেরও বেশি, তাই আমরা চাই নতুন করে আবার নিরপেক্ষ দৃষ্টিতে ভুক্তভোগীদের মাঝে বিতরণ করতে হবে।এই দাবি যদি পূরণ না করা হয়, তাহলে সামনে আরো বড় কর্মসূচি দিবো ইনশাআল্লাহ।