শার্শা উপজেলা প্রতিনিধি
আজ ১৪/০৫/২০২৫ বুধবার সকালে যশোর-সাতক্ষীরার ঐতিহ্যবাহী বেলতলা আমের বাজার পরিদর্শন করেন, শার্শা উপজেলা ইউএনও জনাব কাজী নাজিব হাসান ও উপ সহকারী কৃষি কর্মকর্তা।
এসময় শার্শা উপজেলা প্রশাসন বলেন,আজ বেলতলা আম বাজারে আমরা র্যান্ডমলি কয়েকটি দোকানে গিয়ে পরীক্ষা করে কোন অপরিপক্ক আম পাই নাই।
আম বাজারজাত করণ বিষয়ে অনেক আগেই স্পষ্ট ভাবে বলা হয়েছে। ক্যালেন্ডারে যাই থাকুক, যদি কোন বাগানের আম আগে পেকে যায়, তাহলে সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি কর্মকর্তার অনুমোদন নিয়ে সেই আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে। আজ উপজেলা কৃষি কর্মকর্তাকে সাথে নিয়ে বেলতলা আম বাজার মনিটরিং করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যে সকল পরিপক্ক আম বাজারে আছে, সেগুলোর বিষয়ে কাউকে কোন ধরনের নিষেধ করা হয় নাই।
আম যেই জাতেরই হোক তা যদি পরিপক্ব হয় তাহলে সেই আম বাজারজাত করা করতে পারবেন। তবে অপরিপক্ক ও কেমিক্যাল মেশানো আম বাজারে বিক্রয় করা যাবে না।