রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখা উপজেলায় সাড়ে তিন কেজি গাঁজাসহ আরিফুল শেখ(৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। মঙ্গলবার রাতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) লিটন গাজীর নেতৃত্বে এএসআই লিটন হোসেন ও এএসআই মিলন হোসেনসহ পুলিশের একটি চৌকস দল উপজেলা সদর আড়পাড়া বাজারের সোহাগ কাউন্টারের সামনে থেকে তাকে আটক করে। আরিফুল শেখ মাগুরা জেলার সদর থানার পারনান্দুয়ালি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে মাদক সংগ্রহ করে নড়াইল এবং মাগুরা জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করার উদ্দেশ্যে আরিফুল শেখ নামে ওই মাদক কারবারি আড়পাড়া বাজারে অবস্থান করছিল পরে তার গতিবিধি সন্দেহজনক হলে তার কাছে থাকা একটি টিনের বাক্স তল্লাশি করে সেখান থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় সাত বান্ডিল গাজা উদ্ধার করা হয়। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, শালিখা উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে তিন কেজি গাঁজাসহ আরিফুল শেখ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ বুধবার মাগুরা কোর্টে সফর্দ করা হয়েছে।