রাজু আহমাদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি:
শালিখায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত হয়,মুজাহিদ প্রজন্ম সম্মেলন ২০২৪ইং।
বৃহস্পতিবার ২০শে জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ ,শালিখা উপজেলা কার্যালয়ের সামনে।হাফেজ আবু সাঈদ ইবনে আজাদ এর কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মাওলানা হাসিল ইসলাম হাসান, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শালিখা উপজেলা শাখা এর সভাপতিত্বে সঞ্চালনা করেন মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি ,ইসলামী আন্দোলন বাংলাদেশ, শালিখা উপজেলা শাখা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মুফতি মোস্তফা কামাল। সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা। তিনি বলেন ,ইসলামী আন্দোলন বাংলাদেশ ,বাংলাদেশের প্রতিটি আনাচে-কানাচে দাওয়াত পৌঁছে গেছে, এখন দলে দলে ইসলামী আন্দোলনের সাথে মানুষ যোগ দিচ্ছে। এটা বোঝা যায় চরমোনার মাহফিলে উপস্থিতিতে।শুধু তাই নয় ইসলামী ছাত্র আন্দোলন ও বাংলাদেশের প্রতিটি স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় গুলোতেও ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। বাতিলের মোকাবেলা করতে নতুন প্রজন্মকে, ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে।এবং এই প্রজন্মকে মুজাহিদ হিসেবে তৈরি করতে হবে । সত্য আগত মিথ্যা পরিভুত হবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি মাওলানা আকরাম হোসেন, সহ সভাপতি , ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা। হাফেজ মনিরুজ্জামান সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ,মাগুরা জেলা ।মাওলানা মনিরুল ইসলাম কার্য নির্বাহী সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ,মাগুরা জেলা। মুফতী আব্দুল জলিল উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা। হাফেজ মাওলানা ওসমান গনি সাইফি, সভাপতি উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ,মাগুরা জেলা।আব্দুস সালাম জাইফ, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ , মাগুরা জেলা। মাওলানা শিহাবুর রহমান ,আহবায়ক ,মোজাহিদ প্রজন্ম সম্মেলন বাস্তবায়ন কমিটি। ডাক্তার মোঃ রবিউল ইসলাম ,সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, শালিখা উপজেলা । মোঃ কামাল হোসেন সভাপতি ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা। মাওলানা নাজমুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আই এ বি শালিখা উপজেলা ।মুফতি শাহ আলম অর্থ সম্পাদক আই এ বি শালিখা উপজেলা। মাওলানা সিরাজুল ইসলাম, সভাপতি ইমাম ও উলামা পরিষদ ,তালখড়ি ইউনিয়ন ।মুফতি মফিজুর রহমান ,সেক্রেটারি ইমাম ও উলামা পরিষদ তালখড়ি ইউনিয়ন ।মোঃ হাবিবুর রহমান ,প্রভাষক হাজরাটি সম্মেলনে ডিগ্রি কলেজ। হাফেজ মাওলানা খাইরুল ইসলাম ,শিক্ষক , আড়পাড়া মাদ্রাসা ও পেশ ইমাম আড়পাড়া কেন্দ্রীয় মসজিদ ।মোঃ আব্দুল্লাহ সভাপতি ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, শালিখা উপজেলা। মাওলানা আলী হোসেন সভাপতি , ইসলামী আন্দোলন বাংলাদেশ শতখালী ইউনিয়ন। মাওলানা বাইজিদ হোসেন সদস্য আই এ বি ,তালখড়ি ইউনিয়ন ।হাফেজ নুর ইসলাম জয়েন্ট সেক্রেটারি , আইম্মা পরিষদ শালিখা উপজেলা ।মাস্টার মোঃ আনোয়ার হোসেন সভাপতি, আইএবি বুনাগাতি ।মোহাম্মদ বশির উদ্দিন সদস্য আইএবি ধনেশ্বরগাতী ইউনিয়ন ।মাওলানা আবু হুরায়রা অর্থ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন ওয়ারীথানা ঢাকা। মাওলানা অলিউর রহমান সদস্য আইএবি শতখালি ইউনিয়ন। মুফতি মনিরুজ্জামান শিক্ষক ,শতখালী মহিলা মাদ্রাসা। হাফেজ হাদিউজ্জামান ,সেক্রেটারি আইএবি গঙ্গারামপুর হাফেজ আবু সাঈদ ইবনে আজাদ প্রশিক্ষণ ।ইসলামী ছাত্র আন্দোলন শালিখা উপজেলা। এছাড়া স্থানীয় বিভিন্ন দায়িত্বশীল ও কর্মী বৃন্দসহ তিন শতাধিক লোকে এ অনুষ্ঠান উপস্থিত ছিলেন।