ঢাকাThursday , 7 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

শালিখায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ।

দেশ চ্যানেল
March 7, 2024 4:28 pm
Link Copied!

রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরা শালিখায় ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭মার্চ) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ৯টায় প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উম্মে তহমিনা মিতু উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ নাসির উদ্দিন অফিসার ইনচার্জ শালিখা থানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার মাস্টার, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতা ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ নাজমুল হুসাইন। পরে বিকাল সাড়ে ৩টায় উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে।

হাজার হাজার জনতা। গায়ে সাদা পাঞ্জাবি, হাতে লাঠি-সোটা, মাথায় সাদা টুপি ও মাথাল নিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত আড়পাড়া আইডিয়াল হাইস্কুলের পুরো প্রাঙ্গন। এ যেন আরেকটি রেসকোর্স ময়দান। সেই পুরাতন গাড়ি করে ধীরে ধীরে এগিয়ে আসলেন। চারিদিক তখন জয় বাংলা স্লোগানে মুখরিত। গাড়ি থেকে নেমে উঠলেন মঞ্চে । সঙ্গে সফর সঙ্গীরা।

জাতির জনক বঙ্গবন্ধুর সাজে শুভাগমন করে ভাষণ প্রদান করলো আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সাজিদ রায়হান। একই সাথে মাইকে প্রচার করা হচ্ছিল জাতির জনকের সেই কালজয়ী ভাষণ। ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাকান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সাজিদ রায়হানের ভাষণের পুরোটা সময় জুড়ে আড়পাড়া আইডিয়ালের মাঠ পরিণত হয়েছিল জনসমুদ্রের রেসকোর্সে।

এ মসয় উপস্থিত ছিলেন মাগুরা -২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, শালিখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ শালিখা উপজেলার হাজার হাজার জনতা।

প্রধান অতিথির বক্তব্যে বীরেন শিকদার বলেন, ৭ মার্চে বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণের মাধ্যমেই বাঙ্গালি জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয় এবং স্বাধীনতা অর্জন করে।

ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় এবং ভাবম্ভীর্যের সাথে বৃহস্পতিবার মাগুরার শালিখায় দিনব্যাপী এমনই অনেক কর্মসূচি সম্পন্ন করেছে শালিখা উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে দিনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনের দ্বিতীয়ার্ধে আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠের হাজার হাজার লোকের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রদান করা হয়। বঙ্গবন্ধুর সাজে ৭ই মার্চের ভাষণ প্রদান করবেন আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সাজিদ রায়হান। পরে মুজিব একটি জাতির পিতা নামক বায়োপিকের উপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সন্ধ্যায় সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত, প্রতিষ্ঠানে আলোকসজ্জা প্রদর্শন করা হয়। ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭টায় বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এছাড়াও ৬ মার্চ সকাল ১১ টায় বঙ্গবন্ধুর জীবনীর উপর লেখা “অসমাপ্ত আত্মজীবনী” ও কারাগারের রোজনামচার” উপর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST