আবু তালহা, চবি
আজ সোমবার (৭ই অক্টোবর) সকাল ১০ টার দিকে চবির প্রশাসনিক ভবনের সামনে ৪দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ৪দফা দাবিসমূহ হলো;
১. মার্কেটিং বিভাগের অধ্যাপক নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
২. অন্য বিভাগের অধ্যাপককে নিয়ে এসে ইংরেজি বিভাগের সর্বোচ্চ অভিভাবক চেয়ারপারসনকে হুমকি দেওয়ায় অত্র বিভাগের সহযোগী অধ্যাপক যাকিয়াহ্ তাসনীমের বিরুদ্ধে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা নিতে হবে।
৩. এম.এ. (২০২১) এর পুনর্মূল্যায়ন কমিটি বহাল রেখে আগামী ১৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার ব্যাবস্থা করতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।
৪. ইংরেজি বিভাগের দীর্ঘদিনের সেশনজট ও লো সিজিপিএ নিরসনে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে উপাচার্য অফিসে সিদ্ধান্ত হয় আজকে জরুরি সিন্ডিকেট মিটিং ডাকার বিষয়ে। তবে সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত সম্পর্কে এখনো জানা যায় নি। কাল লিখিত আকারে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে চবি প্রশাসন।
ইতিপূর্বে গত শুক্রবার (৫ই আগষ্ট) চট্টগ্রাম জাতীয় প্রেসক্লাবে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা ৪দফা দাবির ঘোষণা দেন।
মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর ইংরেজি বিভাগের এম.এ (২০২১) ফলাফলে অসংলগ্নতা এবং ফলাফল পুনর্মূল্যায়নকে কেন্দ্র করে পরীক্ষা কমিটির সভাপতি এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়াহ্ তাসনিমের সাথে বিভাগীয় প্রধান এবং শিক্ষার্থীদের মতবিরোধ তৈরি হয়।