নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” Acclerating Action to End Child Marriage in Bangladesh (phase-ll) শীর্ষক প্রকল্পের আওতায় ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে ইউপি সচিব ওমর ফারুক তালুকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান শেখ মো. সেলিম রেজা। সভায় বিগত সভার কার্যবিবরনী ও সিদ্ধান্ত পর্যালোচনা শেষে কোন আপত্তি না থাকায় তা অনুমোদন করা হয়।
এসময় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বক্তাগন নানা বিষয় তুলে ধরেন এবং আমন্ত্রিত অতিথিগনের কথা মনযোগ দিয়ে শুনে চেয়ারম্যান শেখ সেলিম রেজা বলেন, ১৮ ও ২১ বছরের নিচে বিয়ে নয়। আগামী প্রজন্মকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কন্যা সন্তানের সুখী ও সুন্দর ভবিষ্যতের জন্য বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে এবং সমাজের সর্বস্তরের মানুষদের এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসার আহ্বান করেন। আগামী সভায় এই সভার প্রতিনিধি আরো বৃদ্ধি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
আরো বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আযম তালুকদার (বাবলু), সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার, সাবেক সভাপতি আবুল হোসেন মিস্ত্রি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সাংবাদিক নজরুল ইসলাম, জেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক প্রতিনিধি সেলিনা খাতুন, বেগম আমেনা মুনসুর স্মরণীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, ইউপি সদস্য আব্দুস সালাম, আরিফুল ইসলাম লিটন, আব্দুল মুন্নাফ খন্দকার (মুন্না), হযরত আলী, সজল, মাসুদ রানা, ছানোয়ার হোসেন, আশরাফ, সাবেক ইউপি সদস্য শহিদুল আলম ও ইউপি সদস্যা রেহেনা পারভীন, তারা বানু, ফরিদা খাতুন, ইউনিয়নের বিবাহ নিবন্ধক রফিকুল ইসলাম, এনজিওকর্মী স, হিসাব সহকারী এনামুল হক, উদ্যোক্তা ইউসুফ, শাহাদত, মুন্নী প্রমুখ।