ঢাকাSaturday , 30 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলার দ্বি-বার্ষিকী শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
November 30, 2024 1:52 pm
Link Copied!

আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান সহ সমাজের সকল ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারলেই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তিনি শনিবার (৩০ নভেম্বর) শহরের কাশমেরী পার্ক গার্ডেন মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে সেক্রেটারি বদিউজ্জামান এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও বগুড়া অঞ্চল পরিচালক অধ্যাপক আব্দুল মতিন, সংগঠনের উপদেষ্টা প্রিন্সিপাল ইকবাল হোসাইন ফেডারেশনের আঞ্চলিক টিম সদস্য আবুল কালাম আজাদ সহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনে আমেরিকা প্রবাসী আশরাফ হোসেন আকবর, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন খান, পাবনা পৌর উপদেষ্টা উপাধ্যক্ষ আব্দুল লতিফ, ফেডারেশনের উপদেষ্টা

এ এস এম আব্দুল্লাহ, এম সোহেল, ঈশ্বরদী উপজেলার উপদেষ্টা ডক্টর নুরুজ্জামান প্রামানিক, ফরিদপুর উপজেলার উপদেষ্টা মাওলানা আবু তালিব, আটঘরিয়া উপজেলার উপদেষ্টা মাওলানা নকিবুল্লাহ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, শ্রমিকদের নিজ কর্মস্থলে দক্ষতা যোগ্যতায় অনন্য হতে হবে। নিজে নিজে কর্মস্থলে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথি আব্দুল মতিন বলেন দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের শ্রমিকদের গুরুত্ব অপরিসীম। শ্রমিক আন্দোলনের মাধ্যমে সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরো বলেন জাতির ক্লান্তিকালে শ্রমিকদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে পরিচিত বিপ্লবে পাওয়ার স্বাধীন দেশে খুনি ফ্যাসিস্ট হাসিনাকে কোন অবস্থাতেই সহ্য করা হবে না, প্রয়োজনে আবারো সংগ্রামে নামতে হবে, দেশ গঠনে দেশের প্রয়োজনে সর্বস্ব ত্যাগ করে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সম্মেলন শেষে নির্বাচনের মাধ্যমে অধ্যাপক রেজাউল করিমকে সভাপতি ও বদিউজ্জামান কে সেক্রেটারি করে ৫৫ সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি ঘোষণা করেন সংগঠনের নির্বাচন কমিশন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে পাবনা জেলা শহরের লতিফ টাওয়ারের কাশমেরী পার্ক গার্ডেন মিলনায়তনে দ্বিবার্ষিক সম্মেলনে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এই কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে মজিবুর রহমান, মো: দেলোয়ার হোসাইন, হাফেজ আমিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্দুল মালেক,শহীদুল ইসলাম, আসাদুজ্জামান, সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান, ফরিদা ইয়াসমিনকে মনোনীত করা হয়েছে।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহ সাংগঠনিক আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ওয়ালিউল্লাহ বিশ্বাস,

সাংস্কৃতিক সম্পাদক আবুজর গিফারী, প্রচার সম্পাদক মোস্তফা কামাল মানিক, ট্রেড ইউনিয়ন আমিনুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার কুদরত উল্লাহ, আইন আদালত দেলোয়ার হোসেন, সাহায্য ও পুনর্বাসন ডাঃ মনিরুজ্জামানকে মনোনীত করা হয়।

সদস্যরা হলেন- আব্দুল হান্নান (বেড়া), মির্জা শহীদুল ইসলাম, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুল মোনায়েম, সারোয়ার হোসাইন, মঞ্জুরুল আলম, রাকিবুল ইসলাম, জাহাঙ্গীর কবির, আব্দুর রউফ, কামরুজ্জামান, শামীমা পারভীন লাভলী, আয়েশা খাতুন, রোস্তম আলী মোল্লা (সুজানগর), কুতুব উদ্দিন (আটঘরিয়া), মান্নান সরকার, রহিম পাঠান (ঈশ্বরদী), ইমরান মাসুদ আমিন উদ্দিন (সাঁথিয়া), আব্দুর রাজ্জাক, কাওছার আহমেদ, আবু সাঈদ (সদর) আব্দুল মালেক( ভাঙ্গুড়া), লালচাঁদ বাদশা, সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম, ইকরামুল হক বাচ্চু, বকুল হোসেন, নাজমুল হক, হাফেজ সাজেদুর রহমান।

সম্মেলনে নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও বগুড়া অঞ্চল পরিচালক অধ্যাপক আব্দুল মতিন। এরপর সব নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি মোঃ রেজাউল করিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST