ঢাকাThursday , 17 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সকল জল্পনা কল্পনার ইতি টেনে আজ থেকে খুলনায় ও এইচএসসি পরীক্ষা শুরু

    দেশ চ্যানেল
    August 17, 2023 11:10 am
    Link Copied!

    বিপ্লব সাহা,খুলনা ব্যুরো :

    আজ দেশজুড়ে সকল জল্পনা-কল্পনা এইচএসসি পরীক্ষার্থীরদের আন্দোলন দাবী দাবার ইতি টেনে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত নির্ধারিত যথা সময় পুর্ণ ১০০ মার্ক নিয়ে দুটি শিক্ষা বোর্ডের পরীক্ষা গ্রহণ সাময়িক কয়েকদিনের জন্য স্থগিত রেখে সারা দেশের সাথে ১৭ আগস্ট বৃহস্পতিবার সকাল দশটায় খুলনার ২৯ টি কেন্দ্রে কেএমপি কমিশনারের কঠোর নিরাপত্তার মধ্যো দিয়ে এইচএসসি আলিম এইচএসসি সমমান বিএম পরীক্ষা শুরু হয়েছে।
    পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে এসে হাজির হলেও সকল পরীক্ষার্থীদের মাঝে কিছুটা হলেও চাপা ক্ষোভ ও উৎফুল্লতা ছিল কম।
    তার কারণ জানতে চাইলে খুলনা আজম খান কমার্স কলেজ এর একজন ছাত্র গণমাধ্যম কে জানিয়েছেন আমরা সময় পেছানো অথবা ৫০ মার্কের পরীক্ষার জন্য আন্দোলন করেছিলাম।
    কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তারা আমাদের কোন দাবি না মেনে তানাদের ইচ্ছামতো আজ ১৭ আগষ্ট পূর্ব ঘোষিত নির্ধারিত যথাসময়ে পুর্ণ ১০০ মার্কেরই পরীক্ষা শুরু হয়েছে যা চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
    তবে পরীক্ষার্থীদের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অন্য একজন পরীক্ষার্থী বলেন আমরা আন্দোল করেছি রাজপথে নেমেছি মিছিল করেছি মানববন্ধন করেছি অনশন করেছি
    সে ক্ষেত্রে পড়াশুনাও চালিয়ে গিয়েছি তবে সিলেবাস অনুপাতে প্রশ্ন আসলে আশা করি ফলাফল ভালই হবে।
    পাশাপাশি নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সরজমিনে গিয়ে দেখা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগণ পাশাপাশি ডিউটিরত শিক্ষকদের আন্তরিকতা একটু ভিন্ন ধরনের।
    তানারা জানিয়েছেন প্রতিটি শিক্ষার্থী আমাদেরই সন্তান তাদের ভবিষ্যৎ ভালো কিছু আশা আমরাও কামনা করি। এক্ষেত্রে তাদের সহযোগিতা করার ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কমতি থাকবে না।
    তবে আমরাও প্রতিটি পরীক্ষার্থীদের কাছে আশা করব কোনরকম বিশৃঙ্খলা ও নকল মুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা প্রদান করে ফলাফল ভালো করুক। কারণ প্রত্যক অভিভাবক তাদের সন্তানদের জন্য অক্লান্ত পরিশ্রম করে অর্থ বিনিয়োগের বিনিময়ে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে নিজেদের জীবনের সকল ইচ্ছে স্বাদ জলাঞ্জলি দিতেও কার্পণ্যতা করে না অতএব প্রতিটি পরীক্ষার্থীদেরও উচিত বাবা মায়ের মুখ উজ্জ্বল করা।
    এদিকে খুলনা জেলা প্রশাসক সমগ্র দেশ জুড়ে ডেঙ্গু পরিস্থিতি অবনতি থাকার কারণে প্রতিটি পরীক্ষা কেন্দ্র পরিষ্কার ও মশা মুক্ত পরিবেশ রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন।
    তাছাড়া জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন আরো বলেছেন আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যত তারা আমাদেরই সন্তান এদের সুন্দর ভবিষ্যতের উজ্জল সম্ভাবনা আমাদের কাম্য।
    এবং তিনি দেশব্যাপী সকল এইচএসসি আলিম ও এইচএসসি সমমানের পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
    পাশাপাশি দেশের যে দুটি শিক্ষা বোর্ডের পরীক্ষা বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে সাময়িক সময়ের জন্য পরীক্ষা বন্ধ রয়েছে তাদের জন্য দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেছেন।
    এদিকে খুলনা জেলা শিক্ষা অফিসার জানিয়েছেন সকল বিভাগের পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন ভাল হয়েছে আশা করি ফলাফল ভালো হবে।
    তিনি আরো বলেছেন আজ এইচএসসি আলিম এইচএসসি সমমান বিএম পরীক্ষার প্রথম দিনে পরিবেশ পরিস্থিতি ভালোই লক্ষ্য করা যাচ্ছে এবং শতভাগ পরীক্ষার্থীদের উপস্থিতি আশা করছি।
    পাশাপাশি পরীক্ষা চলাকালীন সময়ে খুলনা এম এম সিটি কলেজের ডিউটি রত একজন শিক্ষক বলেন প্রশ্ন ভালো হয়েছে সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো নকল করার ঘটনা ঘটেনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST