মাসুদ মীর, বাগেরহাট প্রতিনিধিঃ
আজ সকাল ৮টা থেকে বাগেরহাটের ৩ টি উপজেলায় বিরতিহীন ভাবে শান্তি পূর্ণ ভোট গ্রহন চলছে। শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা ভোট কেন্দ্রে হাজির হয়। এ নির্বাচনে নারীদের উপস্থিতি লক্ষনীয়। ঘূর্ণিঝড় রেমালের কারণে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে বাগেরহাট জেলার স্থগিত হওয়া মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা এই ৩টি উপজেলার নির্বাচন আজ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। খুব ভোরে ব্যালট পেপার পৌছে দেওয়া হযেছে কেন্দ্র গুলোতে
এই নির্বাচনে ৩ টি উপজেলায় মোট ৮ জন চেয়ারম্যান, ১৩ জন ভাইস চেয়ারম্যান ও ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। মোংলা উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৪শ ৬৫ জন, মোরেলগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৪১০ জন, শরণখোলা উপজেলায় ১ লক্ষ ৭৫৪ জন ভোটার রয়ছে।
মোংলা উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৮ টি ও ভোট কক্ষ ২৬০ টি। প্রিজাইডিং অফিসার ৪৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৬০ জন ও পুলিং অফিসার মোট ৫২০ জন।
মোড়েলগঞ্জ উপজেলায় মোট ভোটকেন্দ্র ১১১ টি ও ভোট কক্ষ ৬৪৯ টি। প্রিজাইডিং অফিসার ১১১ জন, সরকারি প্রিজাইডিং অফিসার ৬৪৯ জন ও পুলিং অফিসার মোট ১২৯৮ জন রয়েছেন।
শরণখোলা উপজেলায় মোট ভোটকেন্দ্র ৩৪ টি ও ভোট কক্ষ ২৫৩ টি। প্রিজাইডিং অফিসার ৩৪ জন, সরকারি প্রিজাইডিং অফিসার ২৫৩ জন ও পুলিং অফিসার মোট ৫০৬ জন রয়েছেন।
তৃতীয় ধাপে তিন উপজেলায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন । এছাড়াও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি বিজিবি, কোষ্টগার্ড, র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।