মিজানুর রহমান
ফরিদপুর জেলা প্রতিনিধি ::
ফরিদপুরের সদরপুর উপজেলার নীজগ্রামের এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুর ও লুটপাট করার অভিযোগ করেন প্রবাসী মিলন মোল্লা সহ তার পরিবারের লোকজন। ১২ জানুয়ারী শুক্রবার বিকাল ৩ টার সময় উপজেলার নীজগ্রামের প্রবাসী মিলন মোল্লা ও তার ভাই বাবলু মোল্লা, লাবলু মোল্লার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ৪ টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ করেন প্রবাসী মিলন মোল্লা ও তার পরিবারের লোকজন।
প্রবাসী মিলন মোল্লার পরিবারের লোকজন জানান আমরা নৌকার পক্ষে নির্বাচন করায় ইউনিয়ন চেয়ারম্যান তিতাস এর ঈগলের সমর্থক একঐ গ্রামের ৫ নং ওয়ার্ড মেম্বার জসিম নেতৃত্বে গিয়াস শিকারী, দেলো তালুকদার সহ প্রায় শতাধিক লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সুরকি, রামদা,ভল্লম,লোহার পাইপ,বাশেঁর লাঠিসোটা নিয়ে বাড়িতে অতর্কীত হামলা চালিয়ে ভাঙ্গচুর ও লুটপাট করে। এসময় ঘরের ড্রয়ারে থাকা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও দুই ভরি ওজনের স্বর্নের গলার হার নিয়ে যায়। এছাড়া একই গ্রামের ওদুদ মোল্লার বাড়িতে হামলা চালিয়ে দুটি ঘরে ভাঙ্গচুর করে ও আয়শা বেগমের দোকান ভাঙচুর করে বলে তারা জানান।খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি শান্ত করে।বর্তমানে ঘটনা স্থলে পুলিশ মোতায়ন রয়েছে। জসিম মেম্বার কে এলাকায় না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। তবে লোকমাধ্যম জানা গেছে জসিম মেম্বারকে মারধর করায় এই হামলা ভাংচুর লুটপাট হয়েছে। এলাকায় দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।