মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টারঃ
আসছে আগামী ২৭শে জানুয়ারি(শনিবার)ঢাকার নয়পল্টনে কালো পতাকা মিছিল করবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।ঢাকায় কালো পতাকা মিছিলে অংশ নিবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দীন।এব্যাপারে তিনি বলেন-২৭শে জানুয়ারি(শনিবার)ঢাকার নয়াপল্টনে নারায়ণগঞ্জ জেলা-মহানগরে বিএনপির নেতাকর্মীরা যোগদান করবো।ঐদিন দুপুর ২টায় আমরা সবাইকে নিয়ে ঢাকায় উপস্থিত থাকবো।এই কর্মসূচীকে নিয়ে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি।থানা থেকে নিয়ে ওয়ার্ড পর্যায়ের প্রত্যেক নেতাকর্মীদের মাঝে যোগাযোগ হয়েছে।ইনশাল্লাহ,আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ২৭ শে জানুয়ারি(শনিবার)দিন কালো পতাকা মিছিলে অংশ নেবো।প্রসঙ্গতঃদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং এক দফা দাবিতে আগামী ২৭ শে জানুয়ারি(শনিবার)ঢাকার নয়পল্টনে কালো পতাকা মিছিল করবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।২১ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও জ্যৈষ্ঠ নেতা রুহুল কবির রিজভী।সেই সাথে ২৬ শে জানুয়ারি(শুক্রবার)সব জেলা শহরে মিছিলের ডাক দেন তিনি।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                