ঢাকাFriday , 16 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠানে চ্যাম্পিয়ন,পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

    দেশ চ্যানেল
    February 16, 2024 11:50 am
    Link Copied!

    জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

    দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে প্রাণবন্ত উপস্থিতি আর যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর করে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো বড় বিতর্ক আসর ‘বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৪।
    শুক্রবার ১৬ ফেব্রুয়ারি সকাল সমকাল সুহৃদ সমাবেশে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জেলার ১০ টি সেরা স্কুল। ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে পঞ্চগড় বিপি (বিষ্ণু প্রসাদ) সরকারি উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জ এন এন (নৃপেন্দ্র নারায়ণ) সরকারি উচ্চবিদ্যালয়, দেওয়ান হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, মাগুড়া প্রধানপাড়া উচ্চ বিদ্যালয়, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলিজিয়েট ইন্সটিটিটিউট, মাঘই পানিমাছপুকুরী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন ।
    প্রথম রাউন্ডে চারটি গ্রুপে আটটি দল ‘শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে কেবলমাত্র ক্লাসের পড়ালেখাই যথেষ্ট’ পক্ষে বিপক্ষে আটটি দল অংশ নেয়। প্রথম রাউন্ডে বিজয়ী চারটি দল সেমিফাইনাল রাউন্ডে ‘কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের চেয়ে সামাজিক আন্দোলন জরুরি’ বিষয়ে পক্ষে অংশ নেয়। সেমি ফাইনাল রাউন্ডে বিজয়ী পঞ্চগড় বিপি (বিষ্ণু প্রসাদ) সরকারি উচ্চবিদ্যালয় ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দল ‘প্রচলিত শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে ব্যর্থ্য হয়েছে’ বিষয়ে অংশ নেমে।
    চুড়ান্ড বির্তকে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও পঞ্চগড় বিপি (বিষ্ণু প্রসাদ) সরকারি উচ্চবিদ্যালয় রানার আপ হয়। বিজয়ী দলের নওশীন আনজুম মনিষা সেরা বক্তা নির্বাচিত হয়। চ্যাম্পিয়ন দল রংপুরে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পাবে।
    শেষে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান বিজয়ী ও রানার আপ দলের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন। এছাড়া অংশগ্রণকারী প্রত্যেকের সনদ প্রদান করা হয়।
    বিভিন্ন পর্যায়ে বিচারকের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলিজিয়েট ইন্সটিটিটিউটের কলেজ শাখার শিক্ষক প্রবীর কুমার সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পঞ্চগড় আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মো. জাকির হোসাইন, পঞ্চগড় বিপি (বিষ্ণু প্রসাদ) সরকারি উচ্চবিদ্যালয় সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন প্রধান, দেবীগঞ্জ এন এন (নৃপেন্দ্র নারায়ণ) সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তারভিরুজ্জামান রাসেল, পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ এর উপদেস্টা জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ। ফাইনাল রাউন্ডে মডারেটরের দায়িত্বে ছিলেন পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ এর সভাপতি শহিদুল ইসলাম।
    পুরো উৎসবটির ব্যবস্থাপনায় ছিলেন পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ এর সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। উৎসবটি সফল করতে পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ এর সদস্যরা সহযোগিতা করেন । উৎসবের মূল কারিগর ছিলেন সমকালের জেলা প্রতিনিধি সফিকুল আলম সফিক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST