ঢাকাMonday , 9 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সমন্বয়দের গাড়ি বহরে দুর্বৃত্তদের হামলা ।

দেশ চ্যানেল
December 9, 2024 12:26 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে।রবিবার দিবাগত রাত ২ঃ১৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে।এই সময় গাড়িতে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চজ্ঞা,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব আরিফ সোহেল,মাহমুদা সুলতানা রিমি,রাকিব মোহাম্মদ,ইব্রাহিম নীরব,মইনুল ইসলাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী।হামলায় তাঁদের মধ্যে রাকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা রিমি আহত হন।হামলা চালিয়ে ছাত্রনেতাদের কাছ থেকে নগদ অর্থ, মুঠোফোন ও ব্যাগসহ মালামাল কেড়ে নেওয়া হয়েছে।কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক(অফিসার ইনচার্জ)কাজী ওয়াহিদ মোরশেদ জানান,আনুমানিক রবিবার দিবাগত রাত প্রায় ২ঃ১৫ মিনিটের দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকায় ঘটনাটি ঘটে,গাড়িতে মোট ৮ জন ছিলেন।গাড়ির গ্লাস ভাঙার সময় কেউ চোট পেতে পারেন,তবে গুরুতরভাবে কেউ আহত হয়নি।তারা জানিয়েছেন,তাদের ব্যাগ ও মোবাইল নিয়ে গেছে।ঘটনার বিষয়ে পরবর্তী ব্যবস্থা সোনারগাঁ পুলিশ গ্রহণ করবেন।গাড়িতে থাকা রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চজ্ঞ্যা গণমাধ্যমকে বলেন,গাড়িতে আমরা আটজন ছিলাম।আমাদের গাড়িটি যানজটের কারনে থেমে থেমে চলছিল।এরই মধ্যে দেশীয় অস্ত্র হাতে কাপড়ে মুখডাকা একদল লোক এসে গাড়ির কাঁচ ভেঙ্গে চালকের গলায় চাপাতি ধরে।হামলাকারীরা তখন গাড়িটির চারপাশ ঘিরে ফেলে।তারা চাপাতিসহ হাতে থাকা অস্ত্রের আঘাতে পুরো গাড়িটির কাঁচ ভেঙ্গে আমাদের সঙ্গে থাকা টাকা,মোবাইল,ব্যাগ ও গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেয়।একদল হামলাকারী আরিফ সোহেল ভাইকে টেনে হিচড়ে গাড়ির বাইরে নেয়ার চেষ্টা করে।এরই মধ্যে কোন কারনে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা এসে উপস্থিত হয়।এদিকে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ঘটনার পরপর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘটনাকে হামলা’হিসেবে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।ফেসবুক পোস্টে হাসনাত উল্লেখ করেন,ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে হামলার শিকার হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর।সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত হয়েছেন।ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক(অফিসার ইনচার্জ)মোহাম্মদ আবদুল বারী গণমাধ্যমকে জানান,ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় হামলার শিকার হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST