বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার নওগাঁ।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের নিউ রসুলপুর মৌজার সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে অবৈধভাবে ইউক্যালিপ্টাস গাছ কাটার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে নিউ রসুলপুর গ্রামের বাসিন্দা বাবলু হোসেনের ছেলে মোঃ রোমান হোসেন সম্প্রতি ১ নং খাস খতিয়ানভুক্ত ১১২ ও ১১৩ নং দাগের জমি থেকে দুইটি ইউক্যালিপ্টাস গাছ কেটে নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী বদলগাছী উপজেলা ভূমি অফিসকে অবগত করে।
খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাটা গাছ দুটি জব্দ করেন। সরকারি জমি থেকে অনুমতি ছাড়া গাছ কাটাকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।
আধাইপুর ইউনিয়ন ভূমি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “কাটা গাছ জব্দ করে সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রতিবেদন দাখিল করেছি। সহকারী কমিশনারের নির্দেশক্রমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, “সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে যে কোনো গাছ কাটা সম্পূর্ণ অবৈধ। ইতোমধ্যে জব্দকৃত গাছ ভূমি অফিসে নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ডেকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন। কিন্তু বেশ কয়েকটি দিন কেটে গেছে প্রশাসনের কোন পদক্ষেপ না থাকায় আজ রোববার (১৪ই সেপ্টেম্বর ) পুনরায় বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি),র সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন অবশ্যই সরকারি জায়গার গাছ কেটে যিনি অপরাধ করেছেন তার আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সচেতন মহল জানান, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের আরও কঠোর ভূমিকা নেওয়া জরুরি। নইলে এ ধরনের অবৈধ কার্যক্রম বেড়ে যেতে পারে।