মতিউর রহমান,সরিষাবাড়ীঃ
আশ্বিনে দুই দিন টানা বর্ষণে নিম্নাঞ্চলের আবাদী ফসল পানির নীচে তলিয়ে গেছে। দ্রুত বৃষ্টির পানি সরে না গেলে চরম ক্ষতির আশঙ্কা।
সুত্র জানায়, আষাঢ় শ্রাবণ বর্ষা মৌসুমে বৃষ্টি না থাকায় যেন চৈত্রের খরতাপে মানুষ অস্বস্থিকর অস্থিরতায় ভুগছিল। রোপা আমন মৌসুমে রোয়া ধান লাগাতে সেচ দিয়ে বোরো মৌসুমের মত ব্যয় বহুল খরচ করে রোপা আমন ধান রোপন করে কৃষক। রোপিত আমন ধানে মাঠ সবুজে সমারোহ। কৃষকের মুখে হাসির ঝলকও ছিল আনন্দের। গত ২/৩ মাস যাবৎ তেমন কোন বৃষ্টিপাতও হয়নি। ফলে কৃষক বৃষ্টির আশা ছেড়ে দিয়ে বিকল্প সেচ দিয়েই ধানের পানি সরবরাহ করছিল। উচু অঞ্চলে অনেক জায়গায় রোপিত আমন ধান প্রায় থুড় হওয়ার উপক্রম হয়েছে। গত দুইদিনে ভারী বর্ষনে নীচু অঞ্চলের ফসল প্লাবণের পাশাপাশি অনেক স্থানে ডুবেছে উচু অঞ্চলের ফসলও। বাদ যায়নি উফসি ফসলও। ফলে চরম ক্ষতির আশঙ্কা বিরাজ করছে কৃষকদের মাঝে। ভারী বর্ষণেই মনে হচ্ছে যেন বন্যায় প্লাবন। বিশেষ করে বৃষ্টির পানিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী আবাদী ফসল ধান ভুট্টা মরিচ মুলা লাল শাক বেগুন ডাটাসহ প্রভৃতি উফসি ফসল ক্ষতির আশঙ্কা চরম। দ্রুত পানি সরে না গেলে চরম ক্ষতির মুখে পড়বে কৃষক। তেমনি এর প্রভাবে কাঁচা বাজারেও দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।