মতিউর রহমান,সরিষাবাড়ীঃ
দেশের অন্যান্য এলাকার মতোই জামালপুরের সরিষাবাড়ীতেও বাড়ছে ডেঙ্গুঁ রোগীর সংখ্যা। ক্রমাগতই বাড়ছে ডেঙ্গুঁ রোগী আর জনমনে ছড়িয়ে পড়ছে আতঙ্ক।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,গত ১৮জুলাই হতে ক্রমাগত বেড়েই চলছে ডেঙ্গুঁ রোগীর সংখ্যা। প্রতিদিনই ডেঙ্গুঁ জ্বরে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন হাসপাতালে। জ্বর হলেই মানুষের মনে ভয় জাগছে ডেঙ্গুঁর। জ্বর শরীর ব্যাথা মাথা ব্যাথা বমিবমি ভাব বা মাথা ঘুরানো রোগীদের পরিক্ষা করলেই অন্তত ১০% সনাক্ত হচ্ছেন ডেঙ্গুঁতে। ১৮ জুলাই হতে ২৩ আগষ্ট পর্যন্ত জ্বর নিয়ে ভর্তি হয়েছেন অনেক রোগী। এর মধ্যে ১০৬ জন ডেঙ্গুঁ জ্বরে আক্রান্ত। ১০৬ জন ডেঙ্গুঁ রোগীর মধ্যে ৯ জন ভর্তি রয়েছেন। বাকীরা চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন।
বুধবার সরিষাবাড়ী পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ফজলুল হক খানের ছোট ভাই নূরুল ইসলাম হাসপাতালে জ্বর নিয়ে চিকিৎসা নিতে এলে কর্গব্যরত ডাঃ তাকে পরিক্ষা নিরিক্ষা শেষে ডেঙ্গুঁ জ্বরে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করেন।
শুধু ডেঙ্গুঁ রোগীই নয় বর্তমান সময়ে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য রোগীর সংখ্যাও। জ্বর পাতলা পায়খানাসহ নানা জটিল ও কঠিন রোগী ড়িড় করছেন হাডপাতালে। হাসপাতালে রোগীর সিট সঙ্কুলান না হওয়ায় অনেকেই ফ্লোরে সিট নিয়ে চিকিৎসা নিচ্ছেন। কর্তব্যরত চিকিৎসকগণও হিমসিমে পড়ছেন অধিক সংখ্যক রোগীর চিকিৎসা দিতে।