এম এ হাই সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা :
সাঁথিয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে উপজেলার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার ২৪ই নভেম্বর ২৩ এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । এ বছর কেজি শ্রেনী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত প্রায় ১২শ মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের আয়োজন করেন।
বর্তমান বৃত্তি পরীক্ষার বিষয়ে সরকারীভাবে পদক্ষেপ না থাকলেও ছাত্র-ছাত্রীদের মনোবলকে ধরে রাখতে এই পদক্ষেপ বলে অনুভূতি ব্যক্ত করেন উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ফজলুল হক ও সাধারন সম্পাদক রাশেদ সালাহউদ্দিন অনুভুতি ব্যক্ত করে বলেন,২০০৯ সাল থেকে আমাদের এই যাত্রা শুরু ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে। ছাত্র-ছাত্রী কল্যাণের কথা ভেবে এই কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকের অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, আমরা খুবই সন্তোষ প্রকাশ করছি যে সরকারিভাবে বৃত্তি বন্ধ থাকলেও সাঁথিয়া উপজেলা কিন্টারগার্টেন অ্যাসোসিয়েশন মহৎ উদ্যোগ নেয়ার জন্য আমরা কিন্টারগার্টেন অ্যাসোসিয়েশন কে ধন্যবাদ জানাই। করমজা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ জানান, ঝরে পড়া ছাত্রদেরকে বিদ্যালয়মুখি করা এবং ছাত্রছাত্রীদের পরীক্ষা ভীতি দূর করার জন্য আমাদের এ আয়োজন।