এম এ হাই, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
সাঁথিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সাঁথিয়া পৌর সভার সহযোগীতায় বয়স্ক,বিধবা,স্বামী পরিত্যাক্তা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে সাঁথিয়া পৌরসভার ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন প্রােগ্রামটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি । বঙ্গবন্ধু মানুষের সেবা এবং দেশের উন্নয়ন করার শিক্ষা দিয়েছেন। আ’লীগ সরকার জনগণ ও দেশের উন্নয়নের কথা চিন্তা করে, আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশের সম্পদ লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করে।দেশে নৈরাজ্য,অগ্নিসন্ত্রাস,জঙ্গীবাদ এবং যারা মানুষ পুড়িবে হত্যা করে তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে তাদের প্রতিরোধ করা আহবান জানান। শনিবার(২৬ আগষ্ট) বিকেলে সাঁথিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সাঁথিয়া পৌরসভাধীন ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম/২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সাঁথিয়া পৌরসভা ও উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মা হোসেনের সভাপতিত্বে ও আবু ইসা শফিউল আলমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখে সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল খোকন, সেলিমা সুলতানা শিলা,আ’লীগ নেতা রবিউল করিম হিরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম । এসময় তিনি জানান, সাঁথিয়া পৌর সভায় প্রায় ১০ হাজার বয়স্ক ,বিধবা, প্রতিবন্ধী ভাতা ভোগী রয়েছে। মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদ, বিকাশ এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ যোগ্য এসব ভাতা গ্রহীতাদের মধ্যে অনেকে মারা গেছেন, কোন কোন বিধবা মহিলা নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। সে বিষয়গুলো ভাতা প্রদানকারী কর্তৃপক্ষ অবহিত না হওয়ার কারণে তাদের অনুকূলে সরকারি ভাতার অর্থ ছাড় করা হচ্ছে। কাজেই এসব বিষয় সম্পর্কে কর্তৃপক্ষ ভাতা প্রদানের বৈধতা নিশ্চিত করার লক্ষ্যে লাইফ ভেরিফিকেশন কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমে সাঁথিয়া উপজেলায় সমাজিক নিরাপত্তার আওতায় সকল শ্রেণির ভাতাভোগীদের ইউনিয়ন ভিত্তিক লাইফ ভেরিফিকেশন করা হবে। প্রতিটি ইউনিয়নে লাইফ ভেরিফিকেশনের তারিখ ভাতা ভোগীদের ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে জানানো হবে। এরপরও যারা এই কার্যক্রমে অনুপস্থিত থাকবেন তাদের ভাতা বন্ধ হয়ে
যাবে। পৌর সভায় উদ্বোধন করা হলো,পর্যায়ক্রমে পুরো উপজেলায় এই কার্যক্রম চলবে।