শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
সাংবাদিক, মানবাধিকার ও সমাজকর্মী এস কে দাশ সুমন এর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সনাতনী জাগ্রত তরুণ সমাজ।
শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১ টার দিকে রংপুরের মাহিগঞ্জ কলেজ মাঠে সাংবাদিকের উপর মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে ‘আমরা সনাতনী’ এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিককে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলায় আসামি করা হয়েছে। সাংবাদিক এস কে দাশ সুমনকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। আগামীতে আর কোন গণমাধ্যমকর্মীকে যেন হয়রানিমূলক মিথ্যা মামলায় আসামি করা না হয় সেদিকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খেয়াল রাখার অনুরোধ জানানো হয়। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়।’
এসময় উপস্থিত ছিলেন মানব মন্দির ফাউন্ডেশন সিলেট এর প্রতিষ্টাতা বিশ্বজিত চক্রবর্তী, বাংলাদেশ জাতীয় হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন রায়, পাবনা পূজা উদযাপন পরিষদের সভাপতি অলক পাল, সাগর মিন্টু, নয়ন, অপুর্ব, জয়ন্ত প্রমুখ।
উল্লেখ্য, শ্রীমঙ্গলে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক এস কে দাশ সুমনকে ২২ নম্বর আসামি করা হয়। গত সোমবার (১৮ নভেম্বর ) শ্রীমঙ্গল থানায় মামলাটি রেকর্ড করা হয়। কৌশলে মামলার এজাহারে এস কে দাশ সুমনের নাম যুক্ত করা।