রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বামে বাইবাছড়া গ্রামের লুটিবাশঁ ছড়ায় জনগনের চলাচলের সুবিধার্থে কাঠের ব্রিজ নির্মানে এগিয়ে এসেছে ইউনাইটেড পিপলস ডেমোত্রুেটিক ফ্রন্ট( ইউপিডিএফ) গঙ্গারাম ইউনিট। আজ ১০ আগস্ট ২০২৩ সকালে ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমার নেতৃত্বে স্হানীয় যুবক ও মুরুব্বীদের সহয়োগীতা নিয়ে কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছেন।
ব্রিজটি নির্মাণ হওয়াতে বাইবাছড়াও রেটকাবা এলাকার দুই গ্রামের বসবাসকারী লোকজনের সুবিধা হয়েছে বলে ইউপিডিএফ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসিরা।
স্হানীয় কার্বারী বিশ্বমনি চাকমা বলেন ব্রিজটি নির্মাণের ফলে আমাদের অনেক সুবিধা হয়েছে এবং স্কুলের ছাত্র/ছাত্রীদের এখন আর কষ্ট করতে হবেনা। তিনি বলেন ব্রিজটি না থাকার কারনে সামান্য বৃষ্টি হলে ছড়াতে পানি বেরে যায়, যার কারনে ছাত্র ছাত্রীদের অনেক ভোগান্তি পরতে হয়।