রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বন বিভাগের আয়োজনে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ জনসাধারণের মাঝে ৩৫ হাজার ফলজ, বনজ, ঔষধি এবং শোভা বর্ধনকারী গাছের চারা বিতরণ ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন হয়েছে।
রবিবার (৬ আগষ্ট) সাজেক ইউনিয়নের বাঘাইহাট রেঞ্জ অফিস প্রাঙ্গনে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে একটি কাঠ বাদাম গাছের চারা রোপন করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
এসময় সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞানজ্যতি চাকমা, উত্তর বনবিভাগের রেন্জ কর্মকর্তা খলিলুর রহমান, ফরেষ্টার রেজায়ুল করিম ও কার্তিক চন্দ্র মন্ডল সহ উপকার ভোগীরা উপস্হিত ছিলেন।
রুমানা আক্তার বলেন বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নাই, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাড়ীর আঙ্গিনায় ও পরিত্যাক্ত জায়গায় বৃক্ষরোপণের জন্য সকলকে আহ্বান জানিয়ে বলেন গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                