ঢাকাSunday , 11 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাটুরিয়ায় জোর করে জমি দখলের অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা-থানায় লিখিত অভিযোগ।

দেশ চ্যানেল
January 11, 2026 9:14 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের আইরমারা এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আইরমারা এলাকার মৃত টোকন আলীর ছেলে জসিম, নুর ইসলামসহ কয়েকজন ব্যক্তি দলবদ্ধভাবে কাউকে না জানিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে মুভি বাংলা টেলিভিশনের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুর রহমানের বসতবাড়ির জমিতে জোরপূর্বক খুঁটি স্থাপন করে।

এ সময় জসিম ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। এমনকি বাড়ির চারপাশে বেড়া দিয়ে সংবাদকর্মীর পরিবারকে একপ্রকার অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে।

নিরুপায় হয়ে ভুক্তভোগী মোঃ আমিনুর রহমান বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST