ঢাকাMonday , 2 June 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাত দিনের কুরবানির হাটে থাকছে না কোন ওয়ার্ড কাউন্সিলরদের তাবেদারি।

Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

খুলনা নগরীর জোড়াগেটে নগর ভবন কর্তৃপক্ষের উদ্যোগে বরাবরই কুরবানী পশুর হাটের বন্দোবস্ত হয়ে আসলেও এখানকার মোটা অংকের রাজস্ব আয় নগর ভবনের কোষাগরে না গিয়ে সাবেক আমলের আওয়ামী পন্থী নেতাদের পকেটের ওজন ভারী হতো ৩১ টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরদের তাবেদারি থাকতো যথারীতি তাই এবার কোন দলীয় নেতা কর্মীদের পাত্তা না দিয়ে কেসিসির উদ্যোগে নগরীর জোড়াগেট বাজারের চত্বরে কোরবানি পশুর হাটে উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার। এবং একই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ট্রাফিক এন্ড প্রটোকল) আবু রায়হান মোহাম্মদ সালেহ। উল্লেখযোগ্য ভাবে বলা যেতে পারে এবারই প্রথম দলীয় ওয়ার্ড কাউন্সিলর ব্যতীত প্রশাসনের সর্বাঙ্গীণ সহযোগিতায় সর্বমহলের প্রশাসন নিশ্চিদ্র নিরাপত্তার তৎপরতায় অপরিহার্য থাকবে সর্বক্ষণ সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করবে,এসময় কোন দলের নামধারী এমনকি স্থানীয়দের রংবাজি চাঁদাবাজি কঠোর হাতে দমন করবে যৌথ বাহিনী, ফলে কোরবানির পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাট এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ২৪ ঘণ্টা মনিটরিং করবে খুলনা মেট্রোপলিটন পুলিশ। জাল টাকা সনাক্তকরণের জন্য খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে “জাল টাকা সনাক্তকরণ বুথ” স্থাপন করা হয়েছে। হয়রানি ও প্রতারণা এড়াতে হাট এলাকায় অতিরিক্ত সংখ্যক পুলিশ ডিউটিতে মোতায়েন করা হয়েছে। হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক কন্ট্রোল, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হাটে “অ্যাওয়ারনেস কার্ড” (সচেতনতামূলক লিফলেট) বিতরণ করা হবে,পশুর হাট পরিচালনা কমিটি ও সচিব, খুলনা সিটি কর্পোরেশন। তবে কোরবানি পশুর হাট উদ্বোধনের পর থেকে দর্শনার্থী ছাড়া ক্রেতাদের সমাগম খুবই সীমিত থাকলেও কঠোর অবস্থানে রয়েছে যৌথ বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST