মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমা (তাকাফুল) প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও গ্রাহকদের টাকা না দেওয়ায় মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (১৬ই মে) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগীরা বলেন,আমাদের বীমার মেয়াদ শেষ কিন্তু আমরা বার বার অফিসে গেলে তারা আমাদের নানাভাবে ঘুরাচ্ছে।একবার বলে জাতীয় নির্বাচন এর আগে আবার বলে নির্বাচন এর পরে টাকা দিবে।সর্বশেষ বলেছিল রোজার ঈদের পরে আমাদের টাকা দিয়ে দিবে।কিন্তু এখনও পর্যন্ত আমরা কোন টাকা পাইনি। তবে অনেকে চেক হাতে পেলেও ব্যাংকে গেলে জানায় সেই একাউন্টে কোন টাকা নেই।
তারা আরো জানান, ইন্স্যুরেন্সের টাকা দেওয়ার মেয়াদ শেষ হয়েছে ৪ থেকে ৫ বছর আগে। এখন পর্যন্ত সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গ্রাহদের জমানো কোন টাকা ফেরত দেয়নি। এভাবে বছরের পর বছর অফিসে ঘুরে এর কোন প্রতিকার পাচ্ছেনা তারা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রাহক শাহিনুর রহমান,আলেয়া বেগম, মো. কাদের, মুন্নু মিয়া ,সুচিত্র দাস, কামাল হোসেন প্রমুখ।
ভূক্তভোগীরা অবিলম্বে তাদের জমাকৃত ইন্সুরেন্সের টাকা ফেরত দিতে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর নিকট জোর দাবী জানান।
প্রসঙ্গত, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী,ঢাকা সিটি কর্পোরেশন এর প্রথম মেয়র মরহুম কর্ণেল এ.মালেক।এরপর দীর্ঘদিন সানলাইফ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তার পুত্র সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন,এম.পি এবং বর্তমানে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন জাহিদ মালেক এর বোন অধ্যাপক রুবিনা হামিদ।