ঢাকাMonday , 14 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

দেশ চ্যানেল
July 14, 2025 8:32 am
Link Copied!

ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, শিশু বিবাহের কুফল সম্পর্কে সচেতনতা, গর্ভবতী মায়েদের ব্লাড গ্রুপ নির্ধারণ ও স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি কার্যক্রম সফলভাবে পরিচালনা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবীর এবং শিরণ্টি, গোয়ালা ও সাপাহার সদর ইউনিয়নের চেয়ারম্যানগণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাঠ ও দপ্তর পর্যায়ের কর্মকর্তারা।

আলোচনায় বক্তারা পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য সচেতনতায় তরুণদের সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং নিজ নিজ দায়িত্ব পালনে আরও আন্তরিক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST