ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি
“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগড়িতে ৪ জন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা সূচক সংবর্ধণা প্রদান করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্তরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ হোসেন। সভা শেষে উপজেলা অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার পাহাড়ী পুকুর গ্রাামেরর মৃত নজরুল ইসলামের কন্যা সেফালী খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপজেলার আলাদীপুর গ্রামের মৃত আঃ সামাদের কন্যা মাসহুদা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী উপজেলার পাতাড়ী গ্রামের মোঃ মজিবর রহমানের কন্যা মোছাঃ মাসিমা খাতুন এবং নির্যাতন বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী উপজেলার পিছল ডাংগা গ্রামের মোঃ মোসলেম উদ্দীনের কন্যা মোসাঃ মেরিনা খাতুন কে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা সূচক সংবর্ধণা দেওয়া হয়। এসময় শ্রেষ্ঠ জয়িতাদের হাতে ক্রেষ্ট, সম্মাননা সনদ পত্র, একটি করে চাদর ও ফুলেল তোড়া তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আমিনা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।