জাহাঙ্গীর আলম, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার ১ম শ্রেণী থেকে ৯ম শ্রেণীর নতুন কারিকুলাম শিখন পদ্ধতির বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়েছে। আরবী প্রভাষক মাওলানা নুরুন্নবী স্যারের উপস্থাপনায় ফলাফল ঘোষণা করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন।
তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন যারা ভালো ফলাফল করেছো তারা তোমাদের পড়ালেখার মান ধরে রাখবে। যারা তুলনামূলক ভালো করতে পারো নাই, তারা সামনে আরও বেশি পড়ালেখা করবে। তিনি আরও বলেন নতুন কারিকুলাম উচ্চতর এবং উন্নত শিক্ষা ব্যবস্থা। তোমরা এই শিক্ষা গ্রহণ করে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে তোমাদের দক্ষতার পরিচয় দিবে। বিশ্বের অন্যান্য দেশের মানুষের সাথে দক্ষতার সাথে কাজ করতে পারবে।
এরপর নতুন কারিকুলাম প্রশিক্ষণকৃত শিক্ষকদের ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ অনুযায়ী শিক্ষা দেওয়ার আহবান জানান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল আল মারুফ, শিক্ষক হাফেজ আব্দুল করিম, মাওলানা নুরুন্নবী, মাওলানা রফিকুল ইসলাম, আবুল বাশার, আক্তারুজ্জামান পিন্টু, আনোয়ার হোসেন, মুশতাক আহমেদ, রবিউল ইসলাম, আতিয়ার রহমান, আব্দুল মালেক, আব্দুল খালেক, আব্দুল মোমিন, মফিজুর রহমান, মেরিনা সুলতানা, সিমা খাতুন, রুপালী, জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান প্রমুখ।