মুন্না ইসলাম দূর্গাপুর উপজেলা প্রতিনিধি রাজশাহী :
বাংলাদেশ ১৩ শত নদীর দেশ । আমাদের পুরো দেশ জুড়ে রয়েছে অসংখ্য নদী খাল বিল ও জলাশয় । আর প্রাচীন কাল থেকে জেলেরা এই নদী খাল বিল থেকে মাছ ধরে বিক্রি করে জীবন নির্বাহ করে । আজ শনিবার রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সাধনপুর নামক স্থানে দেখা মিলে ঢেকি কল বা খেলা জাল নামে মাছ ধরার এক পদ্ধতি দিয়ে মাছ শিকার করা । কেয়া জাল দিয়ে জেলে পানিতে দেবার পর অপেক্ষায় থাকে কখন মাছ ঢুকবে। মাছ প্রবেশ করলে পানি থেকে সেই জাল উঠিয়ে মাছ সংগ্রহ করে । পরে সেই মাছ বাজারে বিক্রি করে চলে তাদের জীবন । সরজমিনে গিয়ে জেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা বললে তিনি জানান আমার বাপ দাদারা এই খেয়া জাল দিয়ে মাছ শিকার করেছে এখন আমরাও করি । এ থেকে যে টাকা উপার্জন হয় তা দিয়ে আমাদের সংসার ভালই যায় । অপরদিকে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান রাজশাহীর জলবায়ু মাছ চাষের জন্য উপযুক্ত । এই জেলা দিয়ে বয়ে গেছে পদ্মা নদী । সাধনপুর গড়াই নদীর তীরে অবস্থিত সেখানে প্রচুর মাছ উৎপাদন হয়। আমরা জেলেদের পাশে আছি তাদের বিভিন্নভাবে সহায়তা করি । প্রতিবছ র সরকার থেকে বিভিন্ন খাল বিলে মাছ ছাড়া হয় ।