ঢাকাSunday , 24 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সিইসি’র আসন কর্তনের প্রতিবাদে রামপালে সর্বাত্মক অবরোধ, জেলাজুড়ে অচলাবস্থা।

দেশ চ্যানেল
August 24, 2025 11:33 am
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।

সিইসি কর্তৃক বাগেরহাট-৩ আসন বিলুপ্ত করে বিভাজনের প্রতিবাদে বাগেরহাট জেলা জুড়ে চলছে সর্বাত্মক হরতাল ও অবরোধ। রোববার (২৪ আগস্ট) ভোর ৫টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। বাগেরহাটের সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচি পালিত হয়।

সকাল থেকে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়ক ঘুরে দেখা গেছে, অবরোধের সমর্থনে সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ইপিজেড, শিল্প কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, খেয়া ও ফেরি পারাপার বন্ধ রয়েছে। বন্দর জেটির কার্যক্রম ও সড়ক পথে এ বন্দরের পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। এতে কার্যত অচল হয়ে পড়েছে গোটা জেলা।

বাগেরহাট-৩ আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের কাটাখালী, নওয়াপাড়া, দিগরাজ, সাইনবোর্ড, মোল্লাহাট ও ফকিরহাটসহ বেশ কয়েকটি পয়েন্টে জনতা টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে চলছে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ। অবরোধ সফল করতে ভোর থেকেই রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। অবরোধের কারণে বাগেরহাটের কোনো উপজেলা থেকেই ভোরে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। চলছে না অভ্যন্তরীণ কোন যানবাহন। অবরোধ সফল করতে ভোর থেকে সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শুধু মাত্র জরুরি সেবা চালু রয়েছে।

অবরোধ কর্মসূচীতে অংশগ্রহণ করেন, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর এ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ, জামায়াতের যুব বিভাগ, ছাত্র শিবির ও এনসিপি আল আমিনসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ হুসিয়ারি উচ্চারণ করে বলেন, সিইসি তার অবস্থান থেকে সরে না আসলে এবং বাগেরহাট-৩ আসন ফেরৎ না দিলে লাগাতার আন্দোলন করে বাংলাদেশ থেকে বাগেরহাট জেলাকে বিচ্ছিন্ন করা হবে। আসন না ফেরানো পর্যন্ত শান্তিপূর্ণ সর্বদলীয় কর্মসূচী চলমান রাখা হবে বলে হুসিয়ারি দেন নেতৃবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচী পালিত হচ্ছিল বলে নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST