ঢাকাFriday , 8 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জিপ  গাড়ীর গতিতে এগিয়ে চলছে ঘোড়া 

    দেশ চ্যানেল
    March 8, 2024 2:39 pm
    Link Copied!

    নজরুল ইসলাম:

    ৯ মার্চ শনিবার সিরাজগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত ভাবে লড়ছেন ছয় প্রার্থী। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে চলছে শেষ মুহুর্তের চুলচেরা বিশ্লেষন। এদিকে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    একাধিকসূত্রে জানা গেছে, জেলার আলোচনায় ঘোড়া প্রতীকে জেলা আওয়ামীলীগের সদস্য ও মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মোকবুল হোসেন মুকুল এবং জিপগাড়ী প্রতীকে জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও ভাষা সৈনিক মোতাহের হোসেন তালুকদারের পুত্র, বর্তমান সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীর স্বামী সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য শামীম তালুকদার লাবু’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

    এছাড়া, অন্যা প্রার্থীদের মধ্যে লড়ে যাচ্ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান, হেলিকপ্টার প্রতীকে সাকওয়াত আলী সেলিম, আনারস প্রতীকে রেফাজ উদ্দিন ও চশমা প্রতীকে আব্দুর রহমান।

    এ নির্বাচনে জেলায় ৭ পৌরসভা, ৯ উপজেলা, ৮৩ ইউনিয়নের মোট ১১৯৬ জন মেয়র, চেয়ারম্যান ও মেম্বররা ইভিএম পদ্ধতিতে সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করার কারণে সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়।

    ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং নয় প্রার্থীর মধ্যে তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় পর ছয়জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করায় সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়। ২০২২ সালের ১৭ অক্টোবর সর্বশেষ এ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST