নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জিপগাড়ী প্রতিকের প্রার্থী শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে ১২৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯’মার্চ) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শামীম তালুকদার লাবু সিরাজগঞ্জের প্রবীন রাজনীতিক ও একুশে পদক প্রাপ্ত মরহুম মোতাহার হোসেন তালুকদারের ছোট ছেলে এবং সিরাজগঞ্জ-২ (সদর-কামরখন্দ) আসনের এমপি জান্নাত আরা হেনরীর স্বামী।
জানা যায়, নির্বাচনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করেন। তবে, মূল প্রতিদ্বন্দ্বিতা হয় ঘোড়া প্রতিকের প্রার্থী মালোয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল। তিনি ভোট পান ৫০৬।
অন্য প্রার্থীরা হলেন, অ্যাড. আব্দুর রহমান, অ্যাড. মু. শওকত আলী সেলিম, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি রেফাজ উদ্দিন ও আব্দুর রহমান।
এ নির্বাচনে জেলার ৭টি পৌরসভা, ৯টি উপজেলা ও ৮৩ ইউনিয়নের মোট ১১৯৬ জন ভোটারের মধ্যে ১১৯১জন ইভিএময়ের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করায় সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়।
সবশেষ ২০২২ সালের ১৭ অক্টোবর এ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।