ঢাকাWednesday , 1 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

    দেশ চ্যানেল
    November 1, 2023 2:24 pm
    Link Copied!

    নজরুল ইসলাম,জেলা প্রতিনিধি:

    ” স্মার্ট যুব সমৃদ্ব দেশ’ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা যুব রেজিষ্ট্রেশনের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে উপপরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আজহারুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে যুব রেজিষ্ট্রেশনের সনদপত্র ও যুব ঋণের চেক প্রশিক্ষনার্থীদের মাঝে বিতরণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক( উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. কে এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের, জেলা এ্যাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কর্মকর্তা ইকবাল হোসেন, এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার, ইলেকট্রিক্যল, রেফ্রিজারেটর প্রশিক্ষণের প্রশিক্ষকগন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বেকার যুবক নারীগণসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
    এ অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুবকদের মাঝে নতুন সংগঠনের সনদ বিতরণ এবং বেকার যুব নারী পুরুষের মধ্যে নয় লাখ টাকার ঋণ বিতরণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST