নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও টেস্ট ফি দৃশ্যমান না থাকায় ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকালে বনবাড়িয়া বাজার, কাশিয়াহাটা বাজার ও কড্ডার মোড় এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কাজ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ। এ সময় কাশিয়াহাটা বাজার এলাকায় খালেক সবজি ভাণ্ডারকে আলু, ডিম পিঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার, সুমাইয়া ষ্টোরকে আলু, ডিম, পিঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে কড্ডার মোড় এলাকায় ইস্কয়ার হাসপাতালে ডেঙ্গু টেস্টের ফি দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমারা করা হয়। এছাড়াও মূল্য তালিকা আছে কিনা, ক্রয়- বিক্রয় ভাউচার সংরক্ষণ করছেন কিনা ইত্যাদি তদারকি করা হয়েছে এবং সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়েছে এবং মাইকিং করে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। পুলিশ লাইন সিরাজগঞ্জ ও সদর থানার সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।