নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে সড়কে যান চলাচলের সুবিধা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন শুরু করেছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রোভার স্কাউট ও শিক্ষার্থীরা। এতে করে যান চলাচল ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসায় প্রশংসা কুঁড়িয়েছে।
আজ (৭আগস্ট) বুধবার দিনভর শহরের প্রধান প্রধান মোড়ে পোশাক পরিধান করে এ সেবা দিয়ে আসছে।
জেলা সদরের পাশাপাশি বিভিন্ন উপজেলা সদরের পৌর এলাকাগুলোর রাস্তায় রিকসা, অটোরিক্সা, সিএনজিচালিত অটোরিক্সাসহ হালকা যানবাহন চলাচলের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রোভার স্কাউট ও সাধারন শিক্ষার্থীরা। একই সাথে শিক্ষার্থীরা গত কয়েকদিনের সংঘর্ষে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কারের কাজও করছেন।
জেলা রোভারের কোষাধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম ( এলটি) তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোটা দেশ যখন স্থবির হয়ে পড়েছে সেই মূহুর্তে যানবাহণে রাস্তাঘাটে সেবাদান ব্যাহত হচ্ছে এ বিষয়ে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের কর্তৃক বিভিন্ন জেলায় ট্রাফিকের দায়িত্ব পালন ও শহর পরিস্কার পরিচ্ছন্নতা প্রদানে রোভারেরা সেবামূলক কাজ করে থাকে। এরই অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সকল সদস্যরা নিরলস ভাবে করে যাচ্ছে।