ঢাকাSaturday , 3 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সিরাজগঞ্জে শ্বশুর বাড়ী থেকে মেয়ের জামাইয়ের রহস্যজনক মৃত্যু।

    দেশ চ্যানেল
    August 3, 2024 3:57 pm
    Link Copied!

    নজরুল ইসলাম জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

    সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেওয়ামারা গ্রামে শ্বশুর বাড়ি থেকে মেয়ের জামাইয়ের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ এন্ড  হাসপাতাল মর্গে পাঠিয়েছে সদর থানা পুলিশ। নিহত তুহিন (১৮) একই ইউনিয়নের গজারিয়া গ্রামের ছামিদুল ইসলামের ছেলে।

     

    তবে ঘটনাটি শ্বশুর বাড়ির লোকজন  আত্মহত্যা  করেছে বলে দাবী করলেও নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেন।

     

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত তুহিন এর সাথে একই ইউনিয়নের ভেওয়ামারা গ্রামের গোলাম হোসেনের মেয়ে রিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর  গত এক বছর ধরে  তুহিন শ্বশুর বাড়ীতে ঘর জামাই থেকে আসছিল। গত শুক্রবার রাত ১টার দিকে নিহতের পিতা ছামিদুল ইসলামকে শ্বশুর বাড়ী থেকে জানানো হয় তার ছেলে তুহিন ষ্ট্রোত করেছে। রাতে শহরের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় নিহতের গলায় রশি পেঁচানোর দাগ ও বাম হাতের একটি আঙ্গুল ভাঙ্গা দেখে তুহিনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

     

    এ ব্যাপারে নিহতের বাবা ছামিদুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ ইয়ামিন জানান, খবর পেয়ে মরদেহটি  উদ্ধার করে  ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  এব্যাপারে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।  তবে ময়না তদন্তের  রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST