নজরুল ইসলাম:
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সাধারণ ক্রেতাদের মাঝে স্বল্প মূল্যে দুধ, ডিম, মাংস, মাঠা ও ঘোল বিক্রয়ের দ্বিতীয় দিনেও ছিল ক্রেতাদের ভিড়।
আজ (২৬মার্চ) মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ঈদের পোশাক কেনাকাটা করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় স্বল্পমূল্যের ওই দোকানে নারী পুরুষের উপস্থিতি প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে বেশি ছিল।
ভালো পণ্য, গুনগত মান ও ওজনে সঠিক থাকায় ক্রেতাদের সার্বক্ষনিক ভিড় লক্ষ্য করা গেছে বিক্রয় স্টলে।
স্বল্পমূল্যের দোকান ব্যবসায়ী শরিফ আহমেদ বলেন, গতকাল থেকে স্বল্পমূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রচার প্রচারনা ধীরে ধীরে বাড়ছে তবে গতকালের চেয়ে আজকে অনেক বেড়েছে। পণ্যের মান ভালো হওয়া ও স্বল্পমূল্যে পণ্য পাওয়ায় সব ধরনের ক্রেতাগন আসছে। আশা করছি ক্রেতাদের চাহিদা সৃষ্টিতে এর পরিধি আরো বাড়বে।
এর আগে সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদের উদ্যোগে বাজার স্টেশন চত্বরে বিক্রয় স্টল উদ্বোধন ও পরিদর্শন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: ওমর ফারুক ।
স্বল্পমূল্যে বিক্রয় স্টলে দ্বিতীয় দিনেও পরিদর্শন করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: ওমর ফারুক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা-ডা: মো: আলমগীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই বিক্রয় কার্যক্রম ঈদের আগের দিন পর্যন্ত চলমান থাকবে। দুধ প্রতি লিটার -৭০ টাকা, ঘোল ৮০ টাকা, মাঠা -১০০ টাকা, ডিম- ৯ টাকা (প্রতি পিস ),গরুর মাংস -৬৫০ টাকা ও খাসির মাংস- ৯৫০ টাকা কেজি।