নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে ভোক্তা অধিকার অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ রোড বাজার এলাকা, বোয়ালিয়া বাজার ও শ্রিকোলা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধে কাজ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বোয়ালিয়া বাজারে লাভলু সবজি ভাণ্ডারকে আলু, পিঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা এবং গ্রামীণ সুইটসকে দই এর মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও সেবা গ্রহীতার জিবন-নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কাজ করার অপরাধে ৭ হাজার টাকা জরিমান করেন। অপরদিকে শ্রিকোলা বাজারে সামাদ সবজি ভাণ্ডারকে আলু, ডিম, পিঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার, বজলু সবজি ভাণ্ডারকে আলু, ডিম, পিঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করেন।এছাড়াও মূল্য তালিকা আছে কিনা, ক্রয়- বিক্রয় ভাউচার সংরক্ষণ করছেন কিনা ইত্যাদি তদারকি করা হয়েছে এবং সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়েছে এবং মাইকিং করে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। পুলিশ লাইন সিরাজগঞ্জ ও সদর থানার সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।