নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমারুল ইউনিয়নের আমডাঙ্গা এলাকার বিলটি স্থানীয়দের কাছে সোনাকান্ত বিল’ নামেই পরিচিত। তবে পর্যটকদের কাছে বিলটি ‘আমডাঙ্গার পদ্মবিল’ নামেও পরিচিত হয়ে উঠেছে। গত তিন বছর ধরে বিলটিতে ফুটছে গোলাপি রঙের অসংখ্য পদ্মফুল। বর্তমানে গোলাপি আভায় ভরে গেছে বিলটি। বসে নেই দূর-দূরান্তের প্রকৃতি প্রেমিরা। পদ্মবিলের চারপাশে ফুলে ফুলে ভরে গেছে । যত দূর চোখ যায় শুধু গোলাপি রঙ আর পুরো বিল অপরুপ সৌন্দর্যে জুটি হয়ে আছে । দিনের আলোর স্পর্শে এ রঙ যেন আরও ঝলমলে হয়ে ওঠে। পদ্মের এ সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্তের বিভিন্ন বয়সী প্রকৃতি প্রমীদেের ঢল যেন থামছেই না। পর্যটকরা চোখ ভরে দেখছেন, স্মৃতি করে রাখতে তুলছেন ছবি। এ অপরুপ সৌন্দর্যের স্বাদ ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিকটকের ভাইরাল হয়ে যাচ্ছে দিনের পর দিন। নেটিজেনরা চোখ জুড়ানো সোনাকান্ত বিলে অপরুপ রঙের হৃদয় জুড়ানো মনমুগ্ধকার পরিবেশ ছড়িয়ে দিতে কমতি রাখছেন না নেট দুনিয়ায়।
স্থানীয়রা জানান, পুরো বিলজুড়ে পদ্মের এমন গোলাপি আভা দেখা সত্যি আনন্দের। বর্তমান সময়ে বিল জলাশয় ভরাট করে ফেলার কারণে পদ্ম ফুল। দিন দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তবে সম্প্রতি তাড়াশ, বেলকুচি, রায়গঞ্জ উপজেলায় বেশ কিছু পুকুর ও বিলে শাপলা পদ্ম ফুল ফুটতে শুরু করছে।