ঢাকাMonday , 13 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ৫০ বিজিবি’র আলোচনা সভা ও কম্বল বিতরণ।

    দেশ চ্যানেল
    January 13, 2025 3:46 pm
    Link Copied!

    বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

    ঠাকুরগাঁও: সীমান্ত হত্যা, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদি পশু ও মাদকদ্রব্যসহ যে কোন ধরনের চোরাচালান এবং আন্তঃ সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ১৩ জানুয়ারি ২০২৫ তারিখ বিকালে ধনতলা বিওপি’র দায়িত্বাধীন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাধীন ৩ নং ধনতলা ইউনিয়নস্থ “ধনতলা উচ্চ বিদ্যালয়” নামক স্থানে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সেক্টর কমান্ডার এর অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ গোলাম রব্বানী , ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ প্রাদাধিক বিজিবিএমএস উপস্থিত ছিলেন। এছাড়াও বর্ণিত সভায় ৩ নং ধনতলা ইউনিয়নের পেনেল চেয়ারম্যান , মেম্বার, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি, অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সীমান্তবর্তী এলাকার জনসাধারণদের অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া/অতিক্রম না করা, সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা, বিশেষ করে আখ, ভুট্টা ও পাটসহ ৩ ফুট উচ্চতার বেশি ফসল চাষাবাদ না করা, গবাদি পশু চরানোর সময় সীমান্ত অতিক্রম না করা, সীমান্তবর্তী নদীতে মাছ ধরতে ও সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করা এবং মাদকদ্রব্যসহ যে কোন চোরাচালানের সাথে জড়িত না হওয়ার বিষয়ে প্রেষণামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ করে তিনি সীমান্ত হত্যা রোধকল্পে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সকলকে আহবান করেন। এছাড়াও তিনি সীমান্ত এলাকায় বসবাসরত সংখ্যা লঘু সম্প্রদায়ের লোকজনদের সাথে পারস্পরিক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একত্রে বসবাস করার জন্য অনুরোধ করেন। পরবর্তীতে সভায় উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সীমান্ত এলাকার শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে উল্লিখিত কার্যকলাপ হতে এলাকার জনসাধারণকে বিরত রাখার ব্যাপারে বক্তব্য প্রদান করেন।

    এছাড়াও উক্ত জনসচেতনতামূলক সভা শেষে অধিনায়ক, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্তৃক জন স্থানীয় শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ ধরনের জনসচেতনতামূলক সভা আয়োজন এবং বিজিবি’র পক্ষ হতে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এই মহতী উদ্যোগকে স্থানীয় জনসাধারণ এবং সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাগত ও সাধুবাদ জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST