ঢাকাSaturday , 2 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

সুনামগঞ্জ ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১জন নিহত, পুলিশি তৎপরতায় ৬ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার

দেশ চ্যানেল
September 2, 2023 2:10 pm
Link Copied!

এম.আর সজিব সুনামগঞ্জ :

সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছাতক সিমেন্ট ফ্যাক্টরীর মেইন গেইটের সামনে গত ১ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. দিবাগত রাত আড়াইটায় সিগারেট চাওয়াকে কেন্দ্র করে ১জন নিহত হয়। উক্ত সংবাদ প্রাপ্তির পর ছাতক থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার মুলহোতা মোঃ হোসাইন কবিরকে মাত্র ৬ ঘন্টার মধ্যে আজ শনিবার সকাল ৭টায় গ্রেফতার করেন।

ছাতক সিমেন্ট ফ্যাক্টরীর মেইন গেইটের সামনে লোডিং সেডের নিচে ভিকটিম মোঃ মোজাম্মেল হোসেন (৪৩), পিতা-মোঃ মফিজুর রহমান, সাং-পূর্ব নোয়ারাই, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ সিগারেট খাচ্ছিল। ঐ সময় মোঃ হোসাইন কবির (২৭), পিতা-মোঃ হুমায়ূন কবির, সাং-বাগবাড়ী, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ ভিকটিমের নিকট থেকে একটি সিগারেট চায়। হোসাইন কবির ভিকটিম মোজাম্মেলের থেকে বয়সে অনেক ছোট হয়েও ভিকটিমের নিকট সিগারেট চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাগবিতন্ড শুরু হয়। একপর্যায়ে ভিকটিম মোজাম্মেল তার কাছে থাকা চাকু দিয়ে হোসাইন কবিরকে আঘাত করার চেষ্টা করলে হোসাইন কবির তা প্রতিহত করে এবং ঐ সময় চাকুটি মাটিতে পড়ে যায়। তখন হোসাইন কবির চাকুটি নিয়ে ভিকটিম মোজাম্মেলের বুকের বাম পাশসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ভিকটিম মোজাম্মেল চাকুর আঘাতে গুরুত্বর জখম প্রাপ্ত হলে তাৎক্ষণিক তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ভিকটিম মোজাম্মেল হোসেনকে পরীক্ষা-নিরীক্ষা করে আজ ভোর সাড়ে ৫টায় মৃত ঘোষনা করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST