এম.আর সজিব সুনামগঞ্জ :
সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছাতক সিমেন্ট ফ্যাক্টরীর মেইন গেইটের সামনে গত ১ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. দিবাগত রাত আড়াইটায় সিগারেট চাওয়াকে কেন্দ্র করে ১জন নিহত হয়। উক্ত সংবাদ প্রাপ্তির পর ছাতক থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার মুলহোতা মোঃ হোসাইন কবিরকে মাত্র ৬ ঘন্টার মধ্যে আজ শনিবার সকাল ৭টায় গ্রেফতার করেন।
ছাতক সিমেন্ট ফ্যাক্টরীর মেইন গেইটের সামনে লোডিং সেডের নিচে ভিকটিম মোঃ মোজাম্মেল হোসেন (৪৩), পিতা-মোঃ মফিজুর রহমান, সাং-পূর্ব নোয়ারাই, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ সিগারেট খাচ্ছিল। ঐ সময় মোঃ হোসাইন কবির (২৭), পিতা-মোঃ হুমায়ূন কবির, সাং-বাগবাড়ী, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ ভিকটিমের নিকট থেকে একটি সিগারেট চায়। হোসাইন কবির ভিকটিম মোজাম্মেলের থেকে বয়সে অনেক ছোট হয়েও ভিকটিমের নিকট সিগারেট চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাগবিতন্ড শুরু হয়। একপর্যায়ে ভিকটিম মোজাম্মেল তার কাছে থাকা চাকু দিয়ে হোসাইন কবিরকে আঘাত করার চেষ্টা করলে হোসাইন কবির তা প্রতিহত করে এবং ঐ সময় চাকুটি মাটিতে পড়ে যায়। তখন হোসাইন কবির চাকুটি নিয়ে ভিকটিম মোজাম্মেলের বুকের বাম পাশসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ভিকটিম মোজাম্মেল চাকুর আঘাতে গুরুত্বর জখম প্রাপ্ত হলে তাৎক্ষণিক তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ভিকটিম মোজাম্মেল হোসেনকে পরীক্ষা-নিরীক্ষা করে আজ ভোর সাড়ে ৫টায় মৃত ঘোষনা করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।