ঢাকাMonday , 14 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের জগন্নাথপুরে১৪৩২ বাংলা বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দেশ চ্যানেল
April 14, 2025 12:07 pm
Link Copied!

হাফিজ সেলিম আহমদ,স্টাফ রিপোর্টার:

১৪৩২ বাংলা বর্ষবরণ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৪৩২ বাংলা ১লা বৈশাখ বর্ষবরণ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা বৈশাখ রোজ সোমবার সকাল সাড়ে ১০ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গন এক বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে ফিরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া সা-আধ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর উপজেলা আইসিটি কর্মকর্তা অরূপ রায়, উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) সাইফুদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহকারী ধীরেন্দ্র দেবনাথ, জগন্নাথপুর থানার এসআই হামিদুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি তাজউদ্দিন আহমেদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিক আলী আসকর ইমন, তৈয়বুর রহমান, শাহ ফুজাইল আহমেদ, শিক্ষক সালেহা পারভীন, মূসা, অনন্ত দেব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও শিক্ষক সালেহা পারভীন ও অনন্ত দেব এর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে জগন্নাথপুর উদীচী শিল্পী গোষ্ঠী, শিখা কাঞ্চন একাডেমি ও জগন্নাথপুর আর্ট একাডেমির শিশু শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এসময় উপরোক্ত ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান এর শুরুতে বক্তব্য রাখেন, অনুষ্ঠান এর সভাপতি মোঃ বরকত উল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST